বেনাপোলে ৩০ স্বর্ণের বার জব্দ, আটক ২

Looks like you've blocked notifications!
ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে ৩০টি স্বর্ণের বারসহ আটক ইকবাল ও রনি। ছবি : এনটিভি

ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণ পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার দুপুরের দিকে বেনাপোল বাজার থেকে এসব স্বর্ণ জব্দ এবং দুজনকে আটক করা হয়।

আটক স্বর্ণ পাচারকারীরা হচ্ছেন বড় আচড়া গ্রামের ইকবাল হোসেন (৩৪) এবং একই এলাকার ওমর ফারুক রনি (৩২)।

৪৯-বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলের বড় আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোল বাজারে অভিযান চালায়। এ সময় ইকবাল ও রনি নামের দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত ৩০টি স্বর্ণের বারের ওজন সাড়ে তিন কেজি। যার বাজরমূল্য দুই কোটি ১৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি আরো দাবি করেছে, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান করে আসছেন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।