বেনাপোল চেকপোস্টে বিপুল ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ

Looks like you've blocked notifications!
বেনাপোল কাস্টমসের চেকপোস্ট এলাকায় জব্দকৃত প্রায় ১০ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসামগ্রী। ছবি : এনটিভি

যশোরের বেনাপোল কাস্টমসের চেকপোস্ট এলাকায় ভারত থেকে আসা এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ বুধবার সকালে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতফেরত বাংলাদেশি এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী ও চকলেট জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়,  বিএসটিআই কর্তৃপক্ষের মান নির্ণয় বাধ্যতামূলক থাকায় পণ্যগুলো আটক করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এলাকা থেকে অবৈধ ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের  প্রসাধনসামগ্রী,  চকলেট ও  সাবান জব্দ করা হয়েছে। কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্ব ফাঁকি রোধে কাস্টমসের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। চোরাচালান রোধে কাস্টমস সবর্দা তৎপর রয়েছে। তবে এসব পণ্য বিএসটিআই অন্তর্ভুক্ত। আটক পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।