বেনাপোল বন্দরে খাবার জাতীয় কাঁচামাল আমদানি শুরু

Looks like you've blocked notifications!
বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত খাবার জাতীয় কাঁচামাল ট্রাক থেকে খালাস করা হচ্ছে। ছবি : সংগৃহীত

দীর্ঘ তিন মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি পুনরায় শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ৪০ ট্রাক কাঁচামাল জাতীয় পণ্য বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। এসব আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, ডালিম, পান পাতা ও মাছ। রাতে কিছু পণ্যের চালান খালাস করা হয়েছে। আজ শুক্রবার সকালে অধিকাংশ পণ্যের চালান খালাস শেষে ঢাকার উদ্দেশে চলে গেছে। 

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, 'দীর্ঘদিন পর কাঁচামাল আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সবার মধ্যে।'

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, 'ধীরে ধীরে বন্দরে আমদানি বাণিজ্য স্বাভাবিক হচ্ছে। স্থলপথে পচনশীল কাঁচামাল আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দ্রুত যাতে আমদানিকারকরা তাঁর পণ্য খালাস নিতে পারে সেজন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।'

করোনার কারণে গত ২২ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লকডাউন শিথিত হলে গত ৭ জুন সড়কপথে সাধারণ পণ্যের আমদানি শুরু হলেও খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্যের আমদানি বন্ধ ছিল।