বেনাপোল সীমান্তে ১৩ স্বর্ণের বার জব্দ, নারী আটক

Looks like you've blocked notifications!
যশোরের বেনাপোল পোর্ট থানা। ছবি : সংগৃহীত

ভারতে পাচারের সময় বেনাপোলের পাঁচভূলোট সীমান্ত থেকে আজ মঙ্গলবার দুপুরে ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ পাচারে জড়িত পপি খাতুন (২৫) নামের এক নারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

আটক নারী বেনাপোলের পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বাংলাদেশ থেকে বিপুল স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা বেনাপোলের পাঁচভূলোট সীমান্তে অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বার জব্দ করেন। এ সময় পপি খাতুন নামের ওই নারীকে আটক করা হয়।

জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা বলে বিজিবি জানায়।

পপি খাতুন বিজিবির কাছে স্বীকার করেছেন, তিনি ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচার করে আসছেন। বিনিময়ে তাদের বারপ্রতি তিন হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো। তবে স্বর্ণের মূল মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।

আটক পপি খাতুনকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।