বেনাপোল স্থলবন্দরের ভেতর থেকে ৪ বোমা জব্দ

Looks like you've blocked notifications!
যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৪ নম্বর শেড থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত চারটি বোমা। ছবি : এনটিভি

বেনাপোল স্থলবন্দরের ২৪ নম্বর শেড থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি বোমা জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালের দিকে বোমাগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল বন্দরের অভ্যন্তরে বোমা রয়েছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ বন্দরের ২৪ নম্বর শেডে অভিযান চালিয়ে চারটি বোমা জব্দ করেছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলো বন্দরের অভ্যন্তরে রেখেছে তা তদন্ত করছে পুলিশ। গোটা বন্দর এলাকায় বিরাজ করছে আতংক।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বন্দরের শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাল স্কচটেপ দিয়ে জড়ানো অবস্থায় চারটি বোমা জব্দ করা হয়েছে। বন্দরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বোমাগুলো রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলো নিস্ক্রিয় করতে সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।