বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে সস্ত্রীক ভারতীয় হাইকমিশনার
পদ্মা সেতুর সঙ্গে বেনাপোল বন্দরকে যুক্ত করতে সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়রি) দুপুর ১২টার দিকে ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরে এসে পৌঁছান। এ সময় তাঁর স্ত্রী শ্রীমতি মনু ভার্মাও সঙ্গে ছিলেন।
বেনাপোল বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন এ সময় ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরও উপস্থিত ছিলেন উপহাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া, ভারত-বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই।
পরে ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন এবং ঘুরে ঘুরে বন্দরের অপারেশনাল কার্যক্রম দেখেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের বিশেষ করে কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত রাস্তাগুলো প্রশস্ত হওয়া জরুরি।
এ সময় সাংবাদিকরা পেট্রাপোল ইমিগ্রেশনে বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ দ্বারা যাত্রী হয়রানি বিষয়ে অভিযোগ করলে ভারতীয় হাইকমিশনার দ্রুত সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।