বেরোবিতে বাসের তেল চুরি, সাময়িক বরখাস্ত তিন কর্মচারী
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের বাস থেকে তেল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন ওই প্রতিষ্ঠানের তিন কর্মচারী। এ ঘটনার পর জড়িত তিন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।
বরখাস্ত কর্মচারীরা হলেন- বাসের ড্রাইভার আজিজুর রহমান, ওবায়দুল ইসলাম ও সহকারী মিলন কুমার দাস।
রেজিস্ট্রার আলমগীর জানান, গেলো রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল বিক্রির উদ্দেশে মডার্ন মোড় সংলগ্ন একটি তেলের দোকানে যান ওই তিন কর্মচারী। এ সময় সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওই এলাকায় টহলরত পুলিশ। পরে তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে জানানো হয়।
এ বিষয়ে ওই দোকানের মালিক গোলজার বলেন, ‘রোববার রাতে দুইটা লোক এসেছিল। আমরা তাঁদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে এসেছিল। আমরা বলে দেই, তেল নেব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।’
অভিযুক্ত বাসের ড্রাইভার ওবায়দুল বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমি এসব কিছু জানি না।’
রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, ‘অভিযুক্ত তিন কর্মচারীর বিরুদ্ধে তেল চুরির সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা তাঁদের সাময়িক বরখাস্ত করেছি।