বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুর সংখ্যা বেড়ে ৮

Looks like you've blocked notifications!
রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো এক শিশু গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে মারা গেছে।
ফাইল ছবি : এনটিভি

রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মিজান (৬)।

গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল আটজন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় পাঁচ শিশু। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো এক শিশু। এ ঘটনায় ১৫ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়, যাদের বেশির ভাগই শিশু।

নিহত শিশুরা হলো শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪), রমজান (৮), রিয়া মণি (৭), নিহার (৮) ও মিজান (৬)।