বোনকে রাস্তায় ফেলে গেল ভাই, উদ্ধার করল পুলিশ
এক রিকশাচালক তাঁর ৭০ বছর বয়সী বোন মেহেরুনকে রাতেরবেলায় রাজধানীর সূত্রাপুরের কাঠেরপুল এলাকায় ফেলে রেখে যায়। উপায় না পেয়ে বৃদ্ধা রাস্তায় কান্নাকাটি করছিলেন। এক ব্যক্তি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে ঘটনাটি জানান। খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী বৃদ্ধ ও শিশু আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুয়েল মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
থানা সূত্র জানায়, গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে বিপ্লব সরকার নামে একজন পথচারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, কাঠেরপুলের কসমোপলিটন স্কুলের নিচে সড়কে অসুস্থ বৃদ্ধা কান্নাকাটি করছেন। বৃদ্ধা মেহেরুন অভিযোগ করেন, ভাই তাঁকে ফেলে রেখে গেছেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানায়।
জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে আমরা বৃদ্ধাকে উদ্ধার করি। তারপর তাঁকে খাবার ও প্রাথমিক সেবা দেওয়া হয়। খবর পেয়ে রাজধানীর কল্যাণপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের কর্মীরা এসে বৃদ্ধাকে নিয়ে যান।