বোরো ধান কিনতে ভৈরবে লটারির মাধ্যমে ৮০০ কৃষক নির্বাচন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান কেনার জন্য ৮০০ কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। আজ সোমবার দুপুরে ইউএনওর কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান কেনার জন্য ৮০০ কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৮৬৮ জন কৃষকের তালিকা করে লটারির মাধ্যমে ৮০০ জনকে নির্বাচন করা হয়। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলম শরীফ খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানজিদা খানমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ইউএনও লুবনা ফারজানা জানান, চলতি বোরো মৌসুমে সরকারের নির্দেশনায় ভৈরবের প্রতিটি ইউনিয়নে কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হলো। তাছাড়া প্রতিটি ব্লকে অতিরিক্ত আরো ১০ জন করে কৃষককে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে কোনো কৃষক কোনো কারণে ধান দিতে না পারলে অতিরিক্ত কৃষকদের কাছ থেকে ধান কেনা যায়।

ইউএনও আরো জানান, প্রতি কৃষকের কাছ থেকে এ বছর ২৬ টাকা কেজি দরে এক টন করে মোট ৮০০ টন ধান কেনা হবে।