বোরো ফসলের ভাণ্ডারখ্যাত শনির হাওরে ধানকাটা শুরু

Looks like you've blocked notifications!

বোরো ফসলের ভাণ্ডার খ্যাত সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরে আনুষ্ঠানিকভাবে বোরো ধানকাটা শুরু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায়উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বোরো ধানকাটা শুরু হয়েছে।

এ ধানকাটা উৎসবে অংশগ্রহণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের (পূর্বাঞ্চল) অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা প্রমুখ।

জেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, এ বছর সুনামগঞ্জ জেলায় দুই লাখ ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আর শুধু তাহিরপুর উপজেলার শনির হাওরেই এই মৌসুমে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।