ব্যক্তিগত গাড়িতে ভুয়া সরকারি লোগো, জরিমানা ১০ হাজার

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে ভুয়া সরকারি লোগো লাগানো ব্যক্তিগত গাড়ি। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্যক্তিগত গাড়িতে ভুয়া সরকারি লোগো লাগানোর অপরাধে আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, শিমুলিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ।

এ সময় শিমুলিয়াঘাট এলাকার ফেরিঘাটে প্রবেশের সময় ম্যাজিস্ট্রেটের চোখে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি। যে গাড়িতে লাগান ছিল সরকারি লোগো।   

পরে ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদের পরে ওই গাড়ির মালিক স্বীকার করেন, ‘কৌশল’ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে তিনি ব্যক্তিগত গাড়িতে ভুয়া লোগো লাগিয়েছেন।

এরপর এ অপরাধে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ জানান, ওই ব্যক্তির নাম আব্দুর রহমান। তিনি ঢাকার ধলপুর থেকে মাদারীপুর যাওয়ার জন্য শিমুলিয়া ঘাটে এসেছেন। পথে পুলিশের চেকপোস্ট এড়াতে তিনি এই পথ অবলম্বন করেছিলেন বলে স্বীকার করেছেন। পরে তাকে আর্থিক জরিমানা করার পাশাপাশি গাড়ি থেকে স্টিকার খুলে ফেলা হয়।