ব্যবসায়ীদের দাবি, সওজ বৈধ স্থাপনাও ভাঙছে

Looks like you've blocked notifications!
রাস্তা প্রশস্তকরণের নামে ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলার প্রতিবাদে আজ বুধবার সংবাদ সম্মেলনে করেছে ‘ব্যক্তি মালিকানাধীন জমি ও স্থাপনা রক্ষা কমিটি’। ছবি : এনটিভি

রাস্তা প্রশস্তকরণের নামে ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে ‘ব্যক্তি মালিকানাধীন’ স্থাপনা ভাঙার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘ব্যক্তি মালিকানাধীন জমি ও স্থাপনা রক্ষা কমিটি’।

আজ বুধবার সকালে সাভারের একটি রেস্তোরাঁয় ‘ব্যক্তি মালিকানাধীন জমি ও স্থাপনা রক্ষা কমিটি’র ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

উচ্ছেদ কার্যক্রমের নামে অবৈধভাবে ব্যবসায়ীদের প্রায় ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিপূরণ দাবি করেছেন জমির মালিকরা।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক নাসিমুল আলম, ব্যবসায়ী নেতা জিয়া উদ্দিন সরকার, মাসুদ রানা দুলাল প্রমুখ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ‘উচ্ছেদ কার্যক্রমের নামে বৈধ স্থাপনাগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এতে ব্যবসায়ীদের অনেকের স্বপ্ন চুরমার হয়ে গেছে। কষ্টার্জিত অর্থে বানানো মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি হওয়ায় অনেকেই পথে বসেছেন।’

অবিলম্বে ক্ষতিপূরণ দাবি করে ব্যক্তি মালিকানাধীন বৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধে সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।