ব্যবসায়ীর ওপর বমি করে লাখ টাকা চুরি, গ্রেপ্তার ৭

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে চুরির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে এক ব্যবসায়ীর ওপর বমি করে এক লাখ ১০ হাজার টাকা চুরি করার অভিযোগে একটি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন এবং ২৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আজ বুধবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে র‌্যাব-১২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার মিরপুর-১২ এর কালাপানি বস্তি এলাকার সুজন (৩৬), রংপুর জেলার পীরগাছা থানার মগরমপুর গ্রামের সোহেল রাসেল (৩৫), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়ীয়া বাজার এলাকার শফিউজ্জামান (৪২), ঢাকার কেরানীগঞ্জ থানার কলাতিয়া আর্টিবাজার এলাকার শাহাদত মোল্লা (২৫) ও রাজশাহী জেলার বাঘা থানার চক নারায়ণপুর গ্রামের আতাউর রহমান (৩৯), একই জেলার চকনারায়নপুর গ্রামের একরামুল হক (৩৮) ও গাঁওপাড়া গ্রামের শামীম আহম্মেদ (২৮)।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২০ মার্চ সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজার থেকে এক কাপড়ের দোকান মালিক কাপড় কিনতে এক লাখ ১০ হাজার টাকা সঙ্গে নিয়ে যাত্রীবাহী বাসে করে টাঙ্গাইল জেলার করটিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। ওই কাপড় ব্যবসায়ীকে অনুসরণ করে একই যাত্রীবাহী বাসে ওঠে প্রতারক ও চোর চক্রের সদস্যরা। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ওভার ব্রিজে পৌঁছলে পূর্বপরিকল্পনা অনুযায়ী চোর চক্রের একজন কাপড় ব্যবসায়ীর ওপর বমি করে দেয়। তাৎক্ষণিক চক্রের বাকি পাঁচ-ছয়জন কাপড় ব্যবসায়ীর শরীরের বমি পরিষ্কার করার ছলে তার পকেটে থাকা এক লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই কাপড় ব্যবসায়ী একটি মোটরসাইকেল দিয়ে কড্ডার মোড়ে গিয়ে প্রতারক ও চোর চক্রের সদস্যদের খুঁজতে থাকেন। এ সময় প্রতারক ও চোর চক্রের সদস্য সুজনকে চিনতে পারেন কাপড় ব্যবসায়ী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। কিছু সময় পর র‌্যাব-১২ এর একটি টহল গাড়ি দেখতে পেয়ে ওই কাপড় ব্যবসায়ী র‌্যাবের কাছে ঘটনাটি খুলে বলে। পরে আটক সুজনের তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন এবং চুরি করা ২৪ হাজার টাকা জব্দ করা হয়।’

বিজ্ঞপ্তিতে র‌্যার আরও জানায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে—তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা ও চোরাই কার্যক্রম চালিয়ে আসছিল। তাদেরকে মামলা দিয়ে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।’