ব্যারিস্টার রফিক-উল হক লাইফ সাপোর্টেই, উন্নতি নেই
শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল থেকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার থেকে রফিকুল হকের অবস্থার অবনতি হয়। রফিকুল হকের বাম হাত অবশ হয়ে যাওয়ায় তাঁকে ফিজিওথেরাপি দেওয়া হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এরপর অবস্থার আরো অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়। ফুসফুসের অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকরা জানিয়েছেন এখনো সংকটজনক অবস্থাতেই রয়েছেন রফিক-উল হক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে রয়েছেন।
২০১৭ সালের জানুয়ারিতে ব্যারিস্টার রফিক-উল হকের বাঁ পায়ে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তাঁর স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হয়। মাঝেমধ্যে পায়ে ব্যথা হয়। যে কারণে হুইলচেয়ারে চলাফেরা করেন তিনি। ২০১১ সালে স্ত্রী ডা. ফরিদা হকের মৃত্যুর পর থেকে তিনি অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েন।