ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ভস্মীভূত ৮ দোকান

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকাণ্ডে গতকাল মঙ্গলবার ভস্মীভূত আট দোকান। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে প্রায় পৌনে ৩ ঘণ্টা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আটটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

কসবা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লার বুড়িচং থেকে আরও ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ২ ঘণ্টা ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আব্দুল্লাহ খালিদ আরও বলেন, ‘এই ঘটনায় টিনের ও কাঠের তৈরি কাঁচা আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটিতে ধান, পাট ও মরিচের গুদাম ছিল। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’