ব্রাহ্মণবাড়িয়ায় এক হালি আমের দাম ২৫ হাজার টাকা!

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল ছাতিকামলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদের গাছে ফলা চরটি আম বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। ছবি : এনটিভি

মসজিদের গাছে অসময়ে আম ফলেছে। গতকাল শুক্রবার জুম্মার খুদবা পাঠ শেষে উন্মুক্ত নিলামে তোলা হয় পরিপক্ক চারটি আম। মসিজিদে থাকা মুসল্লিরা প্রবল আগ্রহে নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত এক হালি আম বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়!

এ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল ছাতিকামলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদে।

মুসল্লিরা জানান, নিয়ম অনুযায়ী একজন নিলামকারী আম হাতে নিয়ে প্রথমে হাঁক ছাড়েন ৫০১ টাকা। তখন আরেকজন মুসল্লি দাম বলেন, ১০০১ টাকা। এরপর এভাবে একে একে ২০০১ টাকা, ৪০০১ টাকা, ৫০০১ টাকা দাম বাড়াতে থাকেন উৎসাহী মুসল্লিরা।

একপর্যায়ে ১০০০১ টাকা, ১২০০১ টাকা, ১৫০০১ টাকা থেকে শেষ পর্যন্ত ২৫০০১ টাকায় গিয়ে স্থির হয় আম চারটির দাম। জুম্মার নামাজে অংশ নিতে মসজিদে আসা প্রায় ২৫০ জন মুসল্লির উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়।

এক হালি আম কিনেছেন মো. শাহ আলম মিয়া নামে এক মুসল্লি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।