ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গে একজনের মৃত্যু, মোট শনাক্ত ৫২৬

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরের দিকে তিনি জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ জনে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন।

সিভিল সার্জন ডা. একরামুল্লাহ বলেছেন, 'গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ১৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৬ জনে।'

আক্রান্তরা হলো সদর উপজেলায় আটজন। যার মধ্যে শহরের কাজীপাড়ায় দুজন, দক্ষিণ মৌড়াইলে একজন, পাইকপাড়ায় একজন, ভাদুঘরে একজন, দাতিয়ারায় একজন, কাউতলীতে একজন ও সদর হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক রয়েছে। এ ছাড়া কসবা উপজেলায় পাঁচজন, বিজয়নগরে একজন ও নবীনগরে একজন আক্রান্ত হয়েছে।