ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগ দেওয়ার নামে প্রতারণা; প্রতিবাদে মানববন্ধন

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগ দেওয়ার নামে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন। ছবি : এনটিভি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামে বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।

আজ শুক্রবার সকালে কালিসীমা মধ্যপাড়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া মেম্বারের সভাপতিত্বে গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কালিসীমা পূর্বপাড়া গ্রামের এলাই মিয়া ও আব্দুল কাইয়ূম বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে ৫৮টি পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। তবে দীর্ঘ দিনেও বৈধ সংযোগ না পেয়ে তারা এলাই মিয়া ও আব্দুল কাইয়ূমের কাছে টাকা ফেরত চায়। এরপর থেকে অভিযুক্তরা গ্রামবাসীকে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো নানাভাবে হুমকি দিয়ে আসছে।

মানববন্ধনে বক্তারা তাদের টাকা ফেরত এবং প্রতারকদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।