‘ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনার জন্য চালকরাই দায়ী’

Looks like you've blocked notifications!
গত ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য আন্তনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ড দায়ী। দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

আজ বুধবার রাজধানীর রেলভবনে মন্দবাগ ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘ভয়াবহ ও মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ তদন্তে আমরা মোট পাঁচটি কমিটি গঠন করে দিয়েছিলাম। এর মধ্যে তিনটি কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। এ প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী আন্তনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমাস্টার), সহকারী চালক (লোকোমাস্টার) ও গার্ড দায়ী। তারা সিগন্যালগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ না করে ট্রেন পরিচালনা করেছিলেন। ফলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।’

নুরুল ইসলাম সুজন আরো বলেন, ‘আন্তনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনটির চালক (লোকোমাস্টার) ছিলেন তাছের উদ্দিন, সহকারী চালক (লোকোমাস্টার) ছিলেন অপু দে ও গার্ডের দায়িত্বে ছিলেন আব্দুর রহমান। তিনটি তদন্ত কিমিটির প্রতিবেদনেই তাদের অভিযুক্ত করা হয়েছে।’

গত ১১ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় মোট ১৮ জন নিহত হন। এ ছাড়া আহত হয় শতাধিক যাত্রী।