ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুইজনের

Looks like you've blocked notifications!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নতুন সেপটিক ট্যাংকিতে কাজ করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় একজন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন কায়েমপুর গ্রামের জহির মিয়া (২০) ও বুগীর গ্রামের অনিক (২৭)। আহত ব্যক্তির নাম জাকির হোসেন। তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, উপজেলার বায়েক গ্রামে কামাল মিয়ার বাড়িতে নতুন সেপটিক ট্যাংকি সেন্টারিংয়ের বাঁশ খুলতে নামেন জহির। তিনি অনেকক্ষণ উপরে না আসায় অনিক ও জাকির হোসেনও ট্যাংকে নামেন। তিনজনই ফিরে না আসায় বাড়ির লোকজন দেখতে পায় তিনজনই অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অপরজন গুরুতর আহত জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।