ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল ফটকে ‘জীবাণুনাশক বুথ‘

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতাল গেটে ‘জীবাণুনাশক বুথ’-এর উদ্বোধন করেন সেনাবাহিনীর ৩৩ ডিভিশন কুমিল্লা অঞ্চলের ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ‘জীবাণুনাশক বুথ’-এর উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর ৩৩ ডিভিশন কুমিল্লা অঞ্চলের ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা হাসপাতালের ফটকে এই বুথের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা নার্সিং ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত ৫০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি করোনা সংকট মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।