ব্লগার ওয়াশিকুর হত্যা : পরবর্তী যুক্তিতর্কের শুনানি ২৪ সেপ্টেম্বর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/10/bloger.jpg)
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই দিন ধার্য করেন।
আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, আজ আদালতে এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ না হওয়ায় বিচারক আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন।
আজ শুনানির সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলার আসামিরা হলেন নিষিদ্ধ জঙ্গিসংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম, মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরাম ওরফে হাসিব ওরফে আবদুল্লাহ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী দীপিকা মোড়ে ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবির পরিদর্শক মশিউর রহমান। গত ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
ওয়াশিকুর মতিঝিলের ফারইস্ট অ্যাভিয়েশন নামের একটি ট্রাভেল এজেন্সিতে ট্রেইনি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।