ব্লাড ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী আশ্রাফ বাঁচতে চান
আশ্রাফ আলী ভূঁইয়া (১৯) একজন কলেজ শিক্ষার্থী। যে বয়সে নিজেকে তারুণ্যের সব ভাবনায় অংশীদার করার কথা, ঠিক সে সময় বিছানায় শুয়ে সময় কাটছে তাঁর। কেননা তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কোনোমতে বেঁচে আছেন তিনি। কিন্তু আশ্রাফ বাঁচতে চান। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল টাকার। তাই তো তাঁর মধ্যবিত্ত পরিবার জানিয়েছে মানবিক সাহায্যের আবেদন।
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসএসির শিক্ষার্থী আশ্রাফ। তাঁর দেহে ব্লাড ক্যানসার ধরা পড়ায় চলতি বছরের মার্চ থেকে চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আশ্রাফকে বাচাঁতে শরীরে বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। সে জন্য প্রয়োজন প্রায় এক কোটি টাকা। এরই মধ্যে তাঁর চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে। পরিবারের পক্ষে আর চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই সবার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আশ্রাফ আলী ভূঁইয়াকে সহযোগিতা করতে পারেন নিচের ঠিকানায় :
মাহমুদ আলী ভূঁইয়া, সঞ্চয়ী হিসাব নম্বর : ২০৫০১৯৬০২০১২১৭০১৫, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখা। চাইলে বিকাশ করতে পারেন, বিকাশ নম্বর (পারসোনাল) : ০১৭৯৪৪১৪৬২১।