ইউনিয়ন পরিষদ নির্বাচন

ব‌রিশা‌লে আওয়ামী লীগের ১৪ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

Looks like you've blocked notifications!
ব‌রিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ছবি : সংগৃহীত

বরিশালে আসন্ন ইউনিয়ন প‌রিষদের (ইউপি) নির্বাচ‌নে ১৪ জন চেয়ারম‌্যান প্রার্থী বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় জয়ী হ‌য়ে‌ছেন। ব‌রিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূ‌ত্রে গতকাল বুধবার রা‌তে এ তথ‌্য জানা গেছে।

জানা গে‌ছে, ব‌রিশালের ৫০‌টি ইউপিতে আগামী ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর ম‌ধ্যে ১৪টি ইউপির চেয়ারম‌্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ক‌রে‌ছেন। তাঁরা সবাই আওয়ামী লী‌গের প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা হ‌লেন, উজিরপুর উপ‌জেলার শোলক ইউপির আব্দুল হা‌লিম সরদার, মুলাদী উপ‌জেলার সদর ইউপির কামরুল আহসান, গৌরনদী উপ‌জেলার নল‌চিরা ইউপির গোলাম হা‌ফিজ মৃধা, মা‌হিলারা ইউপির সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউপির নূর আলম সের‌নিয়াবাত, বার্থী ইউপির আব্দুর রাজ্জাক, বাটা‌জোর ইউপির আব্দুর রব হাওলাদার, চাদশী ইউপির নজরুল ইসলাম, বানারীপাড়া উপ‌জেলায় বিশারকা‌ন্দি ইউপির সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউপির শ‌হিদুল ইসলাম, স‌লিয়াবাকপুর ইউপির মো. সি‌দ্দিকুর রহমান, সদর ইউপির আব্দুল জ‌লিল ঘরামী, উদয়কা‌ঠি ইউপির রাহাদ আহ‌ম্মেদ ননী ও বা‌কেরগঞ্জ উপ‌জেলার দুধল ইউপির গোলাম মো‌র্শেদ।

ব‌রিশাল বিভা‌গের ছয় জেলায় ৩৭৬‌টি ইউনিয়ন। প্রথম দফায় ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ১৭৩‌টি ইউপিতে। এর ম‌ধ্যে ২১‌টিতে ইভিএম পদ্ধ‌তি‌তে ভোটগ্রহণ অন‌ু‌ষ্ঠিত হ‌বে। এর ম‌ধ্যে ব‌রিশাল জেলায় ৫০‌টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অন‌ু‌ষ্ঠিত হ‌বে। সেগুলোতে চেয়ারম‌্যান প‌দে ১৯৯ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। এর মধ্যে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিরায় একজন ক‌রে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। তাঁরা সবাই আওয়ামী লী‌গের প্রার্থী। এ ছাড়া আজ বুধবার আট ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রে নেওয়ায় আওয়ামী লী‌গের চেয়ারম‌্যান প্রার্থীরা এককভা‌বে জয়লাভ ক‌রেন।

এদি‌কে ৫০‌টি ইউপির সাধারণ ওয়া‌র্ডে এক হাজার ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন সদস‌্য প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। একই সঙ্গে সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন। এর ম‌ধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন প্রার্থী জয়ী হ‌য়ে‌ছেন।