ব‌রিশা‌লে ডায়াগন‌স্টিক সেন্টা‌রের ৮ দালাল আটক

Looks like you've blocked notifications!
বরিশাল নগরী থেকে আজ সোমবার আটক ডায়াগন‌স্টিক সেন্টা‌রের জন্য রোগী ধরা ৮ দালাল। ছবি : সংগৃহীত

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ডায়াগন‌স্টিক সেন্টা‌রের জন্য রোগী ধরা আট দালালকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন দালাল আলমগীর হোসেন (৩২), মাসুম (৪০), সাবু হাওলাদার (৫০), হানিফ হাওলাদার (৬৬), আনোয়ার হোসেন (৪৫), শাহীন মৃধা (৪৮), জামাল হোসেন (৪৮) ও আনোয়ার হোসেন (৪০)।

বিষয়টি নিশ্চিত করে ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে নগরীর প্যারারা রোড ও বাটার গলি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রোগীদের হয়রানি ও তাদের সঙ্গে প্রতারণাকারী দালালচক্রের আট সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, বারবার সতর্ক করার পরও আটককৃতরা তাঁদের কর্মকাণ্ড থেকে বিরত থাকেননি। তাই আইন অনুযায়ী তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।