ব‌রিশা‌ল বিভাগে করোনা ও উপসর্গে ১৬ জ‌নের মৃত্যু

Looks like you've blocked notifications!

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছে। তাদের মধ্যে ছয়জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গে। এদিকে এ বিভা‌গে একই সম‌য়ে আক্রান্ত হ‌য়ে‌ছে ২৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৬৬৩ জন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৯৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত‌দের ম‌ধ্যে ১৫ জন ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছি‌লেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ৯০ জন, পটুয়াখালী‌তে ৪০, ভোলায় ৪৫, পি‌রোজপু‌রে ৫৮, বরগুনায় ৩ এবং ঝালকা‌ঠি‌তে ৩৮ জন।

এদিকে, ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ৩০০ শয্যা বি‌শিষ্ট ক‌রোনা ইউনি‌টে গতকাল মঙ্গলবার ৩০২ জন ভ‌র্তি র‌য়ে‌ছে, যার ম‌ধ্যে ১১৫ জনের ক‌রোনা প‌জি‌টি‌ভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে নতুন ৩৫ রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছে। এখানে চি‌কিৎসাধীন অবস্থায় সর্বমোট ৯৪৯ জনের মৃত‌্যু হ‌য়ে‌ছে।