ভাঙ্গা থানায় হেফাজতের হামলা, পুলিশের রাবার বুলেট 

Looks like you've blocked notifications!
বাংলাদেশে মোদিসফরের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় আক্রমণ করে ভাঙচুর করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা আক্রমণ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়। আজ শনিবার জোহরের নামাজের পর তারা এ হামলা চালায়। এদিকে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ‘আজ জোহরের নামাজ শেষে পৌরসভার আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে এসে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা থানায় আক্রমণ করে। পরে পুলিশ ৪০ থেকে ৪৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয় পুলিশ আহত হয়েছে।’

ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 

এদিকে, খবর পেয়ে জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার।