ভাতিজা হত্যায় মৃত্যুদণ্ডের আসামি চাচা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় ভাতিজা হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি নিলু মিয়া। ছবি : এনটিভি

নেত্রকোনার মদন উপজেলায় আপন ভাতিজাকে খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিলু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিন বছর ধরে পলাতক ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দশ্রী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার নিলুকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান। নিলু মিয়ার বাড়ি মদন উপজেলার সদর ইউনিয়নের কাইকুড়িয়া গ্রামে।

আজ বিকেল সাড়ে ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হারুন অর রশিদ।

সংবাদ সম্মেলনে হারুন জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাই আরজু মিয়ার ছেলে কোকিলকে ২০০৫ সালের মে মাসের ৯ তারিখ কাস্তে দিয়ে গলা কেটে হত্যা করেন নিলু মিয়া। ঘটনার পর থেকে এ হত্যা মামলার পলাতক একমাত্র আসামি তিনি। পরে ২০১৯ সালে আদালত নিলু মিয়াকে মৃত্যুদণ্ডের রায় দেন।