ভারতীয় নাগরিকসহ ১০ চোরাকারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের আটোয়ারীতে একটি দেশীয় লোহার তৈরি ওয়ান শ্যুটার গানসহ ১০ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বাড়ি ভারতে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চোরাকারবারিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক হওয়া চোরাকারবারিদের বিরুদ্ধে আলাদা আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।
আটক হওয়া চোরাকারবারিরা হলেন দেলোয়ার হোসেন (২৮), গফুর আলম (২৫), আব্দুর রাজ্জাক (২৩), বিকাশ পাল (৩৫), জাকির হোসেন (২৫), হযরত আলী (২৭), মনিরুল ইসলাম (৩২), নাসিরুল ইসলাম (২৪), বিষ্ণু পাল (২৯) ও পশিরুল ইসলাম (২৮)। এদের মধ্যে গফুর আলমের বাড়ি ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নন্দাই কমলাগছ সুজানী এবং বাকিদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে। এ সময় আরও প্রায় ১৩ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটক হওয়া ও পলাতক আসামিরা একটি মাইক্রোবাস ও একটি পাগলুতে করে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য নিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ভারত সীমান্ত এলাকা ক্যাম্পেরহাট ও পারিয়া বাজার হতে আটোয়ারীর দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পারিয়াবাজার থেকে তাঁদের পিছু নেয়। পথিমধ্যে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের লক্ষ্মীথান নামক এলাকায় মাইক্রোবাস ও পাগলুকে থামার সংকেত দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ছয় রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশ মাইক্রোবাসটি ও আসামিদের গ্রেপ্তার করতে পারলেও পাগলু পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দ করা মাইক্রোবাস ও আসামিদের তল্লাশি করে একটি দেশীয় লোহার তৈরি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গতকাল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সোবহান বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। পলাতক অন্য আসামি ও অস্ত্র, মাদকদ্রব্য বহনকারী পাগলু আটকে অভিযান চলছে।’