ভারতের আদিত্য একাডেমির সম্মাননা স্মারক পেল বাংলাদেশি তরুণ
ভারতের আদিত্য একাডেমি থেকে বাংলাদেশি তরুণ মো. তৌহিদুজ্জামানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশে আদিত্য একাডেমিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
তৌহিদকে আদিত্য একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট ড. এন. সতীশ রেড্ডি। এ সময় সঙ্গে ছিলেন আদিত্য এডুকেশনাল ইনস্টিটিউশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক পরমজিৎ সিং।
এ প্রাপ্তি সম্পর্কে বাংলাদেশি তরুণ তৌহিদ বলেন, দেশের বাইরে থেকে এমন স্বীকৃতি আমাকে কাজ করার জন্য আরও বেশি অনুপ্রাণিত করবে আগামী দিনে।
মো. তৌহিদুজ্জামান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত ট্রেইনার এবং অ্যাসেসর। তিনি দীর্ঘদিন ধরে দেশে কারিগরি শিক্ষার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে দেশের প্রায় সবকটি জেলা ভ্রমণ করেছেন। এবারই দেশের বাইরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্রমণ করতে গিয়ে বিশেষ সম্মাননা স্মারক পেলেন তিনি।