ভারতে আটকেপড়া ৩০ জন দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/18/darshona-chackpost.jpg)
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকেপড়া ৩০ বাংলাদেশি। আজ মঙ্গলবার দুপর ১টার দিকে দর্শনা জয়নগর সীমান্তপথ দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
ভারত থেকে আগত প্রত্যেকেই অ্যান্টিজেন পরীক্ষা ও করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরে বিশেষ পরিবহন ব্যবস্থায় তাদের চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে নেওয়া হয়।
দর্শনা ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতে আটকেপড়াদের মধ্যে দ্বিতীয় দিনে দুপুর ১টা পর্যন্ত ৩০ জন নারী-পুরুষ দেশে প্রবেশ করেছে। এর আগে তারা কলকাতা উপহাইকমিশন থেকে অনাপত্তিপত্র গ্রহণ করে। পরে ভারতের নদীয়া জেলার গেদে চেকপোস্টে কাস্টমস ইমিগ্রেশন শেষে দেশে প্রবেশ করেন। দর্শনা চেকপোস্টে সব আনুষ্ঠানিকতা শেষে তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার রাতে ১১ জন দেশে ফেরেন। এ চেকপোস্ট দিয়ে তিন শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।