ভারতে গিয়েছিলেন গরু আনতে, লাশ মিলল ভুট্টাক্ষেতে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পাঁচপোতা গ্রামের আইয়ুব আলীর ছেলে তরিকুল ইসলাম (৪০)।
সীমান্তের বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে কানাইডাঙ্গা মাঠের একটি ভুট্টাক্ষেতে তরিকুলের লাশ পাওয়া যায়। খবর পেয়ে আজ বুধবার সকাল ৭টার দিকে পুলিশ সেখানে যায় এবং লাশ উদ্ধার করে। এ খবর জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।
এদিকে সীমান্ত গ্রাম মাটিলার ইউপি সদস্য আবদুল মান্নান ঘটনাস্থল থেকে জানান, উদ্ধার করা লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। গতকাল রাতে তরিকুল ভারতে গরু আনতে যান। সঙ্গীরা ফিরে এলেও তরিকুল ফিরে আসেননি। আজ সকালে গ্রামের মাঠের ভুট্টাক্ষেতে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন গ্রামের মানুষ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
এদিকে পুলিশ বলেছে, ময়নাতদন্তের পরে তরিকুলের মৃত্যুর রহস্য জানা সম্ভব হবে।
বিজিবি লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করলেও কী কারণে মৃত্যু হয়েছে, তা জানাতে পারেনি।