ভারতে পাচারের সময় স্বর্ণ জব্দ, আটক ১

Looks like you've blocked notifications!
ভারতে পাচারের সময় ৫৮৫ গ্রাম স্বর্ণ জব্দ করেন বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৫৮৫ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় সজীব হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

আজ বুধবার সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধের ওপর থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার হারুন জানান, আজ সকালে হাবিলদার রেজাউলের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের বেড়িবাঁধের ওপর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা সজীবকে চ্যালেঞ্জ করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৫৮৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। আটক সজীব স্বর্ণগুলো ভারতে পাচার করছিল।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটক সজীব হোসেনকে জব্দকৃত স্বর্ণসহ ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জব্দকৃত স্বর্ণের দাম ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।