ভারত থেকে ১৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরের দিকে সীমান্তের জলুলী বিওপির মগদাসপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান বলেন, জলুলী বিওপি এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। একজন দালাল তাদেরকে নিয়ে এসেছে। তাঁরা সবাই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে।
সবাইকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক সময়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩৫৩ জনকে আটক করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।