ভারত-নেপাল-ভুটানের সঙ্গে শিগগিরই রেল চালু হবে : রেলমন্ত্রী

Looks like you've blocked notifications!
দিনাজপুরে রেল স্টেশন উঁচু ও বর্ধিতকরণ উন্নয়ন কাজের উদ্বোধনের পর আজ সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : এনটিভি

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘পঞ্চগড়- বাংলাবান্ধা দিয়ে নিউ জলপাইগুঁড়ি স্টেশন হয়ে ভারত-নেপাল-ভুটান রেল যোগাযোগ খুব শিগগিরই শুরু হবে। এ জন্য বাংলাদেশ অংশে সম্প্রসারণের কাজ এগিয়ে যাচ্ছে। এ বছর ৫০টি স্টেশনের উন্নয়নের কাজ এগিয়ে চলছে।’

আজ সোমবার বিকেলে দিনাজপুরের রেল স্টেশন উঁচু ও বর্ধিতকরণ উন্নয়ন কাজের উদ্বোধনের পর সংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।

রেলের দক্ষিণাঞ্চলের মহাপরিচালক মিহির কান্তির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলের সচিব সেলিম রেজা, মহাপরিচলক ডি এন মজুমদার এবং দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে রেলের ব্যাপক উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। রেলের শেড,পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্টেশন ঊঁচুকরণসহ আধুনিকায়ন করার কাজ চলছে। দেশের প্রতিটি স্টেশন উন্নত করা হবে। ২০৪১ সাল বিশ্বের মধ্যে বাংলাদেশের রেল হবে আধুনিক।’

একটি দেশের উন্নতির পথযাত্রায় যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘বিএনপি-জামায়াতের শাসনামলে রেলকে অবজ্ঞা করে ধ্বংস করে দেওয়া হয়েছিল। রেল কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে জনবল সংকটসহ নানা সমস্যা পড়ে রেল ধ্বংস হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের স্বার্থে রেলে প্রচুর বরাদ্দ দিয়ে রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে।’

এরই মধ্যেই পঞ্চগড় থেকে ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন জেলায় ৪২টি ট্রেন চালু করা হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘তিস্তা, ভৈরব, কাঞ্চন সেতুসহ নানা সেতু সংস্কার করা হয়েছে। সম্প্রসারণ করা হচ্ছে রেলপথকে। ব্রডগেজ লাইন এখন প্রতিটি জেলায় দেওয়া হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই জনবল সংকট নিরসনে ১০ থেকে ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।’