ভারত রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের পক্ষে : জয়শংকর

Looks like you've blocked notifications!

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বলেছেন, ভারত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুভব করে। তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনেই সবার মঙ্গল নিহিত।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে ড. এস জয়শংকর এসব বিষয় উল্লেখ করেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ড. এস জয়শংকর। তা ছাড়া দুই দেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পারিক অংশীদারত্ব অব্যাহত থাকবে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।