ভালুকায় স্কুলছাত্রীকে ধর্ষণ : আসামির জামিন আবেদন হাইকোর্টে খারিজ

Looks like you've blocked notifications!
হাইকোর্টের ফাইল ছবি।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ষণ মামলার আসামি রমজান আলীর জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাঁদের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামিপক্ষে ছিলেন মো. সাইফুল ইসলাম।

পরে ড. মো. বশির উল্লাহ জানান, ভালুকার এক ছাত্রীকে ২০১৯ সালের ১৬ জুন স্কুলে যাওয়ার পথে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে দুই যুবক। কাউকে ঘটনা জানালে এসিড মারার হুমকি দেওয়া হয় মেয়েটিকে। ওই স্কুলছাত্রী তখন ভয়ে কাউকে কিছু বলেনি। কিন্তু ওই বছরের ২৬ জুন আবারও তাকে একই জায়গায় আটকে ধর্ষণের চেষ্টা চালায় ওই দুই যুবক। ওই ছাত্রী তখন দৌড়ে পালিয়ে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। ঘটনা জানার পর তার বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় ধর্ষণের মামলা করেন।

এতে সাইফুল ও রমজান নামের দুজনকে আসামি করা হয়। পরে একই বছরের জুলাইয়ে সাইফুল কথিত বন্দুকযুদ্ধে মারা যান। গত বছরের ২৬ আগস্ট গ্রেপ্তার হন রমজান আলী। আসামি রমজান আলীর নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আজ বৃহস্পতিবার হাইকোর্ট তাঁকে জামিন দেননি।