ভালুকায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজাসহ তিনজন নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উপজেলার লবনকোটা নামক স্থানে গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা ট্রাকচালক শাহ আলম গাজী (৫৭), তাঁর ভাতিজা রাব্বি (২৪) ও ঝালকাঠির কেফায়েতনগরের বাসিন্দা চালকের সহকারী রবিউল মাঝি (২৫)।
ভরাডোবা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া জানান, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের লবনকোটা নামক স্থানে ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক ও তাঁর সহকারী চাকা মেরামত করছিলেন। সেখানে পাশে দাঁড়িয়ে ছিলেন চালকের ভাতিজা রাব্বি। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।