‘ভালো নির্বাচন কমিশন আইন করতে সব রাজনৈতিক দলের ঐকমত্যে আসা উচিত’
জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সংবিধানে নির্দেশনা থাকার পরও গত ৫০ বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—কোনো সরকারই নির্বাচন কমিশন গঠন আইন করেনি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আমরা এ আইনটি করার অনুরোধ জানিয়েছি। একটি ভালো নির্বাচন কমিশন আইন করতে সব রাজনৈতিক দলের ঐকমত্যে আসা উচিত।’
জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর জন্য কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বালুর মাঠে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, ঐতিহ্যগতভাবে এদেশের মানুষ অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কোনো সাম্প্রদায়িকতায় আমরা বিশ্বাস করি না। আমরা যে যে রাজনীতিই করি না কেন, এই দেশ থেকে যেন চিরতরে সাম্প্রদায়িকতা দূর হয়, সেজন্য জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।’
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হওয়ায় তাড়াইলের সর্বস্তরের মানুষ তাড়াইল নাগরিক কমিটির ব্যানারে মুজিবুল হক চুন্নুকে সংবর্ধনা দেন। তাড়াইল নাগরিক কমিটির আহ্বায়ক তোফায়েল কবীর খান রবিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন ভুইয়াঁ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই ও তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহিন বক্তব্য দেন।
এর আগে বিভিন্ন এলাকা থেকে বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করে এ সংবর্ধনা সভায় যোগ দেন হাজারও মানুষ।