ভাষা দিবসে আশুগঞ্জে নতুন শহীদ মিনার উদ্বোধন

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত নতুন শহীদ মিনারটি উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন একটি শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে এ শহীদ মিনারের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান।

ভাষা দিবসে নতুন শহীদ মিনার উদ্বোধন করে জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান বলেন, ‘নতুন শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের সম্মানিত করা হয়েছে। যাঁরা এ উদ্যোগটি নিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই। এটি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।’

তিনি আরো বলেন, ‘ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মূলত স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়। ভাষা আন্দোলনের হাত ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জহুরুল ইসলাম, আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম, আড়াইসিধা ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাছির মিয়া প্রমুখ।