ভাসানচর থেকে পালানো ১৯ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সাগর উপকূল থেকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুরের সাগরপাড় থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশের ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘আটককৃতদের মধ্যে পুরুষ আটজন, নারী চারজন এবং শিশু রয়েছে সাতজন।
পুলিশ জানায়, দালালদের মাধ্যমে ভাসানচর থেকে একটি নৌকা দিয়ে উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামে ওই রোহিঙ্গারা। তাদের নামিয়ে দিয়ে নৌকা নিয়ে দালালরা চলে যায়। সেখানে স্থানীয়রা তাদের দেখে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান থেকে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।
পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘তারা কক্সবাজারে টেকনাফে যাওয়ার জন্য ভাসানচর থেকে পালিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’