ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত মুন্সীগঞ্জে বন্ধ গণপরিবহণ, যাত্রীদের ভোগান্তি

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে গণপরিবহণ না পেয়ে সিএনজিচালিত অটোরিকশার খোঁজে যাত্রীরা। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটাই ফাঁকা। নেই দূরপাল্লার যানবাহন। এরই মধ্যে চট্টগ্রামে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ। ঢাকা-মাওয়া মহাসড়কেও বাস নেই বললেই চলে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। এদিকে, ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত মুন্সীগঞ্জে গণপরিবহণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মিথুন সাহা নামে এক যাত্রী বলেন, ‘গতকালও সিএনজিচালিত অটোরিকশায় করে ৫০ টাকা ভাড়ায় নারায়ণগঞ্জে গেছি। আজ সেখানে দিতে হচ্ছে ৬০ টাকা। অথচ সিএনজির ভাড়া বাড়েনি।’

আমিনা আক্তার নামের আরেক যাত্রী বলেন, ‘বাসে যাব চিন্তা করে বের হয়েছি। বাস নেই, তাই লেগুনা করে যাচ্ছি। এ ক্ষেত্রে অতিরিক্ত ১০ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।’

দিঘিরপার ট্রান্সপোর্ট লাইনের কর্মচারী আমজাদ হোসেন বলেন, ‘আমাদের কাউন্টার বন্ধ রয়েছে। বন্ধ আছে বাস চলাচলও। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়ার সমন্বয় না করায় যাতে যাত্রীদের সঙ্গে কোনো জটিলতা তৈরা না হয়, সেজন্য বাস বন্ধ। সরকার নতুন ভাড়া নির্ধারণ করলেই ঢাকা মুন্সীগঞ্জ রোডে বাস চলাচল শুরু হবে।’

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল বলেন, ‘আমরা সব সময় রাস্তা মনিটরিং করি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত নিয়ে নজরদারি করেন। অতিরিক্ত ভাড়া আদায় করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।