ভুতুড়ে বিদ্যুৎ বিল : ডিপিডিসির ৪ কর্মকর্তা বরখাস্ত
যথাযথ রিডিং না নিয়েই ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরো ৩৬ প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও একই অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী ১০ দিনের মধ্যে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান গতকাল শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সাময়িক বরখাস্তকৃত চার কর্মকর্তা হলেন নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী মো. রায়হানুল আলম, সহকারী প্রকৌশলী মুজিবুল রহমান ভূঁইয়া এবং কম্পিউটার ডেটা এন্ট্রি কো-অর্ডিনেটর জেসমিন আহমেদ।
করোনাভাইরাসের বিস্তারের মধ্যেই দুই মাস ধরে গ্রাহকরা বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে ভুতুড়ে বিলের অভিযোগ করে আসছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কমিটিগুলোকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়। গত শুক্রবার রাতে কমিটির রিপোর্ট পেয়ে ওই কর্মকর্তাদের বরখাস্ত ও শোকজ করে ডিপিডিসি।