ভূরুঙ্গামারীতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্বামী ও স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ  তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮।

 

নতুন করে করোনায় আক্রান্ত দুজন হলেন স্বামী নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী ছামিনা বেগম (৪০)।

গত ৫ জুলাই তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট।

আক্রান্ত নজরুল ইসলাম একজন কাপড় ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করতেন। সেখান থেকেই তিনি করোনায় সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সায়েম বলেন, 'নতুন করে করোনায় আক্রান্ত ওই দম্পতি নমুনা দেওয়ার পর থেকে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। নমুনা নেওয়ার সময় তাঁরা সর্দি-জ্বরে ভুগছিলেন। আক্রান্ত ব্যক্তি সংক্রমিত এলাকায় যাতায়াতের কারণে সেখান থেকেই তাঁরা সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।'