ভোট পেছাতে এবার জগন্নাথ হল সংসদের চিঠি
সরস্বতী পূজার কারণে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেন নির্বাচন পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদ।
আজ রোববার দুপুরে জগন্নাথ হল সংসদের সহসভাপতি কাজল বিশ্বাস ও সাধারণ সম্পাদক কাজল দাস স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত দাবি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন ঢাকা শহরের সব নাগরিক একযোগে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দেবেন। কিন্তু আগামী ৩০ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা সারা দেশে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়ে থাকে। পূজার দিন মণ্ডপে লাখ লাখ ভক্ত ও দর্শর্নাথী উপস্থিত হয়ে থাকেন।
চিঠিতে বলা হয়েছে, ‘৩০ জানুয়ারি বৃহস্পতিবার একই দিনে নির্বাচনকেন্দ্র এবং পূজামণ্ডপে উপস্থিত হওয়া সনাতন ধর্মবলম্বীদের জন্য বাস্তবে কষ্টকর হয়ে পড়বে। অনেকেই নির্বাচন এবং পূজা অনুষ্ঠানের দু্টিতেই উপস্থিত হতে পারবেন না। একটি স্বাধীন রাষ্ট্রের প্রত্যেক ব্যক্তির ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোট দেওয়া যেমন তাঁর গণতান্ত্রিক অধিকার, তেমনি নিজ নিজ ধর্ম পালন করাও তাঁর ধর্মীয় অধিকার। পূজার দিন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় আমরা স্বতস্ফূর্তভাবে ভোট প্রদানে সক্ষম হব না।’
‘ধর্মীয় অনুষ্ঠান তিথির মধ্যমেই সম্পন্ন করতে হবে এবং সে সময় পরিবর্তন করা যায় না। এ ক্ষেত্রে নির্বাচনের তারিখ পরিবর্তন করলে প্রত্যেকেরই দুটি অনুষ্ঠানে অংশগ্রহণের সমানভাবে সুযোগ হবে।’
তাই দুই সিটির ভোটের তারিখ পরিবর্তন করার জন্য ইসির প্রতি অনুরোধ জানিয়েছেন জগন্নাথ হল ছাত্র সংসদ।
বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার বিকেলে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন চার নির্বাচন কমিশনার।