ভোলার ফেরিঘাট প্লাবিত, ঝুঁকি নিয়ে ওঠানামা করছে যানবাহন
উজান থেকে নেমে আসা পানির ঢল ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারে মেঘনায় পানি বেড়ে প্লাবিত হয়েছে ভোলার ইলিশা ফেরিঘাট। ফলে, ঝুঁকি নিয়েই ওঠানামা করছে যানবাহন। ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলাচল করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরিঘাটের পাশাপাশি দুটি পন্টুন রয়েছে। স্থানীয় ও ঘাট এলাকার মানুষ জানান, মেঘনায় জোয়ার এলেই প্লাবিত হয় দুটোই। ফলে, অধিকাংশ সময়ই ফেরি লোড-আনলোড বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন এই রুটে চলাচলকারী যানবাহন চালকরা।
এ রুটের পরিবহণ চালক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভাটার সময় পানি কমে গেলে ঝুঁকি নিয়ে যাত্রী এবং যানবাহন ওঠানামা করে। অনেক সময় যানবাহন পানিতে আটকে যায়।
দীর্যদিনের সমস্যার বিষয়ে বিআইডব্লিটিএর বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মামুন উর রশীদ বলেন, ‘আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। কোনো সমস্যা আর থাকবে না। অতি জোয়ারের পানিতে এমনটা হচ্ছে।’