ভোলা শহরে বাবা-মেয়ের করোনা শনাক্ত, ৪৫ বাড়ি লকডাউন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/29/bhola.jpg)
ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক বাবা ও তাঁর মেয়ের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এ কারণে ওই এলাকার ৪৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বাড়িগুলো লকডাউন ঘোষণা করেন।
ইউএনও জানান, নমুনা পরীক্ষায় ওই এলাকার ৫৮ বছর বয়সী এক পুরুষ ও ১৮ বছর বয়সী এক তরুণীর করোনাভাইরাস পজিটিভ হয়েছে। ফলে পৌরসভার বিএভিএস রোডের একটি গলির ৪৫টি বাসা লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া সেখানে সার্বক্ষণিক পাহাড়ার ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যেন ওই এলাকায় প্রবেশ ও বের হতে না পারে, তা নিশ্চিত করার কথা জানান ইউএনও। লকডাউন করা এলাকার বাসিন্দাদের যেকোনো প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে পূরণ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, ভোলা থেকে এ পর্যন্ত ৩৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।