ভৈরবের সেই চেয়ারম্যান জামিনে মুক্ত
কিশোরগঞ্জে শপথ শেষে ডিবির হাতে গ্রেপ্তার ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালত-২-এর বিচারক পার্থ ভদ্র তাঁর জামিন মঞ্জুর করেন।
গত মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শপথ শেষে বের হলে নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে হাবিবা লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. লিটন মিয়ার নেতৃত্বে একটি ভোটকেন্দ্রে হামলা চালানো হয়। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
হামলাকারীরা কেন্দ্রটি দখলে নিতে কর্তব্যরত পুলিশকে মারধর করেন। সেই সঙ্গে পুলিশের কাছে থাকা রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ভোটকক্ষে ঢুকে সিলমোহর ও ব্যালট পেপার ছিনিয়ে নিতে চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে পুলিশ গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ২৬ ডিসেম্বর রাতে লিটন মিয়াকে প্রধান আসামি করে ভৈরব থানায় মামলাটি করেন।
আজ পুলিশ আদালতে চার্জশিট দেয়। ওই চার্জশিটে মামলার অভিযোগ থেকে চেয়ারম্যান লিটন মিয়া ও তাঁর ভাতিজা ফজলুল কবিরকে অব্যাহতি দিয়ে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে আদালত লিটনের জামিন মঞ্জুর করেন।