ভৈরবে আইভি রহমানের ১৬তম শাহাদাতবার্ষিকী পালিত
সাংগঠনিক ও পারিবারিক নানা কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভি রহমানের ১৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিন দিন পর মারা যান তিনি।
দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বাদ ফজর থেকে ভৈরব বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন খতম। ভৈরব বাজার এলএসডি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচজন হাফেজ কোরআন খতম করেন।
দিবসটি পালনে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। নেতা-কর্মীরা ধারণ করেন কালোব্যাজ। সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ট্রমা সেন্টার সংলগ্ন আইভি রহমানের স্মৃতিভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান। পরে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব মো. শাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এদিকে সকালে মরহুমার নিজ বাড়ি শহরের ভৈরবপুরস্থ আইভি ভবনে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া। দুপুরে শোকসভা, দোয়া মাহফিল ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয় তাঁর বাবার বাড়ি শহরের চণ্ডীবেরস্থ কামাল সরকার বাড়িতে। সাবেক ছাত্রলীগনেতা ও স্থানীয় মুর্শিদ-মুজিব উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুলফিকার আলী কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব মো. সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন আহমেদ, মো. সেলিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ভৈরব চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. হুমায়ূন কবির, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন প্রমুখ।
এসব আলোচনা সভায় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আপিল নিষ্পত্তির মাধ্যমে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।